Wellcome to National Portal
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ মার্চ ২০১৭

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৌশল

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দেশের সর্ববৃহৎ সম্প্রসারণ সেবা প্রদানকারী সংস্থা যার সাংগঠনিক কাঠামোতে মোট অনুমোদিত পদের সংখ্যা ২৬০৪২। দেশব্যাপী কৃষি সম্প্রসারণ সেবা জোরদারকরণের মাধ্যমে কৃষির সার্বিক অগ্রগতি ও উন্নয়নের নিমিত্ত সংস্থার এ বিপুল জনশক্তি ও সম্পদসমূহের ব্যবহারে কৌশলী হওয়া বাঞ্চনীয়। সেই লক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক প্রথম কৌশল পরিকল্পনা (১৯৯৯-২০০২) প্রণয়নকরত: তা বাস্তবায়ন করা হয়। উক্ত পরিকল্পনা বাস্তবায়নকালে লব্দকৃত জ্ঞানকে কাজে লাগিয়ে  সংস্থাটি ২০০২-২০০৬ সময়কালে পরবর্তী কৌশল পরিকল্পনা (২০০২-২০০৬) এর বাস্তবায়ন করে যা একবিংশ শতাব্দীর নতুন চ্যালেঞ্জসমূহকে মোকাবেলায় সংস্থাটিকে এক নতুন কার্যকরী রুপ প্রদান করতে একটি অত্যন্ত দৃড় ও কার্যকর পদক্ষেপ হিসেবে বিবেচিত।

 

উল্লিখিত কৌশল পরিকল্পনাদ্বয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সার্বিক পরিকল্পনা কাঠামোকে সহায়তা প্রদানের লক্ষে সংশ্লিষ্ট নীতিমালাসমূহ যেমন: জাতীয় কৃষি নীতি, জাতীয় গ্রামীণ উন্নয়ন নীতি, জাতীয় অর্থনৈতিক উন্নয়ন কৌশল, দারিদ্র বিমোচন ও সামাজিক উন্নয়ন (আই-পিআরএসপি) এবং নতুন কৃষি সম্প্রসারণ নীতি (এনএইইপি) প্রভৃতির সহায়ক হিসেবে প্রণীত হয়। 

স্ট্র্যাটেজিক প্ল্যান ২০০২-২০০৬

স্ট্র্যাটেজিক প্ল্যান ১৯৯৯-২০০২

পার্ট-১ (চ্যাপ্টার ১)

পার্ট-১ (চ্যাপ্টার ১-৪)

পার্ট-২ (চ্যাপ্টার ২-৪)

পার্ট-২ (চ্যাপ্টার ৫-৮)

পার্ট-৩ (চ্যাপ্টার ৫)