প্রশিক্ষণ উইং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি অন্যতম গুরুত্বপূর্ণ উইং। একজন পরিচালক এ উইং এর দায়িত্বে আছেন । ডিএই’র কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির জন্য দেশে/বিদেশে চাকুরীকালীন প্রশিক্ষণ, কর্মশালা ও শিক্ষা সফরের ব্যবস্থা গ্রহণ করা এ উইং এর দায়িত্ব। তাছাড়া এ উইং ডিএই’র বার্ষিক প্রশিক্ষণ পরিকল্পনা প্রণয়ণ করে থাকে এবং তা ১৮ টি কৃষি প্রশিক্ষণ ইনষ্টিটিউট ও জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি’র মাধ্যমে বাস্তবায়ন করে। বর্তমানে ১৮ টি এটিআইতে ৪ বছর মেয়াদী কৃষি ডিপ্লোমা কোর্স পরিচালিত হচ্ছে। |
পরিচালক
|
◉ জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি এবং ১৮ টি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সার্বিক পরিচালনা তদারক করা এবং এগুলোর কর্মসূচিসমূহ যেন ডিএই ও অন্যান্য সংস্থার প্রশিক্ষণ চাহিদা পুরণ করে তা নিশ্চিত করা।