একজন পরিচালক উইং এর দায়িত্বে আছেন। এ উইং এর মাধ্যমে সারাদেশে আবাদকৃত ফসল ও ফলমূলের ক্ষতিকারক রোগবালাই থেকে ফসলকে রক্ষা করার জন্য বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন, রোগবালাই দ্বারা ফসল আক্রান্ত হলে ফসল রক্ষার জন্য তাৎক্ষনিকভাবে সঠিক কারিগরী পরামর্শদান ও সঠিক দমন ব্যবস্থা গ্রহণে মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে কৃষককে সহায়তা দান, সমন্বিত বালাই ব্যবস্হাপনার মাধ্যমে ফসল উৎপাদন কলাকৌশল নিরুপন, রোগ বালাই সম্পর্কে জরিপ ও আগাম ব্যবস্থা গ্রহণে কৃষককে সতর্ক করা। এছাড়াও মাঠ ফসলে ও জনস্বাস্থ্যে ব্যবহৃত বিভিন্ন ধরণের বালাইনাশকের নিবন্ধন, উৎপাদন ও বিপণনে লাইসেন্স প্রদান এবং বালাইনাশকের মান-নিয়ন্ত্রনে ও বিধিবদ্ধ ব্যবহারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এ উইং এর প্রধান কাজ। বিভিন্ন যৌথ ধারণা ও বিষয়ে জাতীয়, আন্তর্জাতিক, এনজিও ও বেসরকারী প্রতিষ্ঠানের সাথে যোথাযোগ রক্ষা করা। |
পরিচালক
|
উদ্ভিদ সংরক্ষণ উইং এর প্রধান দায়িত্বগুলো হলোঃ
- রোগবালাই আক্রমণের বর্তমান ঘটনা জরিপ ও ক্ষয়ক্ষতি নিরুপণ এবং এগুলোর বড় ধরণের প্রাদুর্ভাব ঘটলে তা দমনের জন্য প্রয়োজনবোধে জাতীয় কার্যক্রম পরিকল্পনার সুপারিশ প্রদান করা;
- রোগবালাই প্রাদুর্ভাবের আগাম সতর্কীকরণ এবং জরুরী ব্যবস্থা গ্রহণের জন্য একটি ফলপ্রসু ও কার্যকর কৌশল নির্ধারণসহ প্রয়োজনবোধে প্রস্ত্ততি ও প্রতিরোধমূলক কার্যক্রম সুপারিশ করা;
- সমন্বিত বালাই ব্যবস্হাপনার মাধ্যমে ফসল উৎপাদনের ক্ষেত্রে প্রয়োজনীয় দিক নির্দেশনা, আধুনিক কলাকৌশল ও প্রযুক্তি মাঠ পর্যায়ে বিস্তার করা;
- কৃষক প্রশিক্ষণের মাধ্যমে সমন্বিত বালাই ব্যবস্হাপনার বিষয়ে উদ্বদ্ধুকরণ, উপকারী পোকা-মাকড় সংরক্ষণ এবং সর্বপরী বালাইনাশকের ব্যবহার কমানো;
- সকল প্রকার বালাইনাশকের রেজিষ্ট্রেশন সার্টিফিকেট প্রদান ও নবায়ন সহ সকল ধরণের লাইসেন্স (আমদানী, পাইকারী, রি-প্যাকিং, ফরমুলেশন, বিজ্ঞাপনী ইত্যাদী) প্রদান ও নবায়ন করা;
- কীটনাশকের মান নিরুপণের প্রক্রিয়া দেখাশোনা এবং এর উৎপাদন, বিক্রয় ও ব্যবহার নিয়ন্ত্রণ করা;
- কীটনাশক ব্যবহারের পরিবেশগত প্রভাব নিরুপণ ও পরিবীক্ষণ করা এবং পরিবেশ রক্ষার কাজ উন্নয়নের জন্য যথাযথ কার্যক্রম ও নীতিমালার সুপারিশ প্রদান করা;
- কৃষকদের স্থানীয় চাহিদা অনুযায়ী ব্যবহার ও বিস্তারের জন্য উদ্ভিদ সংরক্ষণ, বালাই ব্যবস্থাপনা ও কিটনাশকের মান সম্পর্কে গবেষণা ও অন্যান্য উৎস থেকে প্রাপ্ত তথ্য সম্প্রসারণ বার্তা ও তথ্য প্যাকেজে রুপান্তরের কাজ তত্ত্বাবধান করা;
- উদ্ভিদ সংরক্ষণ, বালাই ব্যবস্থাপনা সংক্রান্ত সমস্যার ওপর মাঠ পর্যায় থেকে (জেলা বিশেষজ্ঞগণ ও বিভিন্ন কৃষি কারিগরি কমিটি থেকে) কারিগরি উপদেশের জন্য অনুরোধ আসলে তা গ্রহণ করে সে অনুযায়ী ব্যবস্থা অবলম্বন করা;
- উদ্ভিদ সংরক্ষণের সাথে সংশ্লিষ্ট বিষয় যেমন, রোগবালাই এর অতন্দ্র জরিপ সম্পর্কিত সকল ধরনের কাজ, প্রতিরোধ ও দমন ব্যবস্থা গ্রহণ, উদ্ভিদ সংরক্ষণ কার্যক্রমে স্থানীয় সংস্থাগুলোকে সনাক্তকরণ, কিটনাশকের উৎপাদন ও সরবরাহ ইত্যাদির জন্য সুনির্দিষ্ট কৃষি নীতিমালা প্রণয়ন করা;
- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও গবেষণা প্রতিষ্ঠানসমূহের মধ্যে প্রধান যোগসূত্র হিসেবে কাজ করা, বালাই ব্যবস্থাপনা ও উদ্ভিদ সংরক্ষণের উপায় অনুসন্ধান করা, গবেষণার ফলাফল এবং বর্হিবিশ্ব ও বেসরকারি সংস্থা থেকে বালাই ব্যবস্থাপনার নতুন প্রযুক্তির ওপর তথ্য সংগ্রহ করা।
প্রয়োজনীয় তথ্যসমূহঃ
⇒ টমেটোর পাতা কোকড়ানো রোগের লক্ষণ ও দমন ব্যবস্থাপনা
⇒ টমেটোর ফল ছিদ্রকারী পোকার লক্ষণ ও দমন ব্যবস্থাপনা
⇒ টমেটোর নাবী ধ্বসা রোগের লক্ষণ ও দমন ব্যবস্থাপনা
⇒ পেঁপের মিলিবাগ বা ছাতরা পোকার লক্ষণ ও দমন ব্যবস্থাপনা
⇒ ভুট্টার মাজরা পোকার লক্ষণ ও দমন ব্যবস্থাপনা
⇒ টমেটোর আগাম ধ্বসা রোগের লক্ষণ ও দমন ব্যবস্থাপনা
⇒ লাউয়ের মাছি পোকার লক্ষণ ও দমন ব্যবস্থাপনা
⇒ পানের ক্ষত বা পাতার দাগ রোগের লক্ষণ ও দমন ব্যবস্থাপনা
⇒ পানের কান্ড পঁচা রোগ লক্ষণ ও দমন ব্যবস্থাপনা
⇒ কলার বিটল পোকার লক্ষণ ও দমন ব্যবস্থাপনা
⇒ সীমের জাব পোকা আক্রমনের লক্ষন ও দমন ব্যবস্থাপনা
⇒ ইঁদুর উপস্থিতি লক্ষণ ও দমন ব্যবস্থাপনা
⇒ পেয়ারার ছাত্রা পোকা/ মিলিবাগ
⇒ পেয়ারার সাদামাছি/ হোয়াইট ফ্লাই
⇒ লেবুর ক্যাংকার রোগ
⇒ আমের ভোমরা পোকা
⇒ জ্যাসিড পোকা
⇒ সবজির থ্রিপস পোকা
⇒ পানামা রোগ
⇒ কলার সিগাটোকা রোগ
⇒ টমেটোর এনথ্রাকনোজ রোগ
⇒ টমেটোর ফল ছিদ্রকারী পোকা
⇒ বেগুনের ফল ও কান্ড পঁচা রোগ
⇒ ধানের রোগ ব্যবস্থাপনাঃ পাতা পোড়া, ব্লাস্ট
⇒ ধানের পোকা ব্যবস্থাপনাঃ ধানের পাতা মোড়ানো পোকা, বাদামী গাছ ফিড়ং (বিপিএইচ), মাজরা পোকা, চুঙ্গি পোকা, থ্রিপস, গান্ধি পোকা
⇒ ধানের পোকা ব্যবস্থাপনাঃ বাদামী গাছ ফড়িং, মাজরা পোকা, পামড়ি পোকা, গান্ধি পোকা, পাতা মোড়ানো পোকা, সবুজ পাতা ফড়িং
⇒ আলুর রোগ ব্যবস্থাপনাঃ আগাম ধ্বসা রোগ, নাবী ধ্বসা রোগ, বাদামী পঁচা রোগ
⇒ আমের রোগ ও পোকা ব্যবস্থাপনাঃ এনথ্রাকনোজ রোগ, হপার পোকা
⇒ লিচু-র পোকা-মাকড় ব্যবস্থাপনাঃ বীজ ছিদ্রকারী পোকা, মাকড়
⇒ আদার কন্দ পঁচা রোগ
⇒ বাংলাদেশে নিবন্ধিত পাবলিক হেলথ বালাইনাশকের তালিকা (তারিখ:১১/০৫/২০১৪)
⇒ বাংলাদেশে কৃষি ক্ষেত্রে ব্যবহূত নিবন্ধিত বালাইনাশকের তালিকা (তারিখ: ২২.০৯.২০২১)
⇒ বাংলাদেশে বাতিলকৃত বালাইনাশকের তালিকা (তারিখ:১১/০৫/২০১৪)