Wellcome to National Portal
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st ডিসেম্বর ২০২১

উদ্ভিদ সংরক্ষণ উইং

একজন পরিচালক উইং এর দায়িত্বে আছেন। এ উইং এর মাধ্যমে সারাদেশে আবাদকৃত ফসল ও ফলমূলের ক্ষতিকারক রোগবালাই থেকে ফসলকে রক্ষা করার জন্য বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন, রোগবালাই দ্বারা ফসল আক্রান্ত হলে ফসল রক্ষার জন্য তাৎক্ষনিকভাবে সঠিক কারিগরী পরামর্শদান ও সঠিক দমন ব্যবস্থা গ্রহণে মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে কৃষককে সহায়তা দান,  সমন্বিত বালাই ব্যবস্হাপনার মাধ্যমে ফসল উৎপাদন কলাকৌশল নিরুপন, রোগ বালাই সম্পর্কে জরিপ ও আগাম ব্যবস্থা গ্রহণে কৃষককে সতর্ক করা। এছাড়াও মাঠ ফসলে ও জনস্বাস্থ্যে ব্যবহৃত বিভিন্ন ধরণের বালাইনাশকের নিবন্ধন, উৎপাদন ও বিপণনে লাইসেন্স প্রদান এবং বালাইনাশকের মান-নিয়ন্ত্রনে ও বিধিবদ্ধ ব্যবহারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এ উইং এর প্রধান কাজ। বিভিন্ন যৌথ ধারণা ও বিষয়ে জাতীয়, আন্তর্জাতিক, এনজিও ও বেসরকারী প্রতিষ্ঠানের সাথে যোথাযোগ রক্ষা করা।

পরিচালক 

 

 

উদ্ভিদ সংরক্ষণ উইং এর প্রধান দায়িত্বগুলো হলোঃ

 

  • রোগবালাই আক্রমণের বর্তমান ঘটনা জরিপ ও ক্ষয়ক্ষতি নিরুপণ এবং এগুলোর বড় ধরণের প্রাদুর্ভাব ঘটলে তা দমনের জন্য প্রয়োজনবোধে জাতীয় কার্যক্রম পরিকল্পনার সুপারিশ প্রদান করা;
  • রোগবালাই প্রাদুর্ভাবের আগাম সতর্কীকরণ এবং জরুরী ব্যবস্থা গ্রহণের জন্য একটি ফলপ্রসু ও কার্যকর কৌশল নির্ধারণসহ প্রয়োজনবোধে প্রস্ত্ততি ও প্রতিরোধমূলক কার্যক্রম সুপারিশ করা;
  • সমন্বিত বালাই ব্যবস্হাপনার মাধ্যমে ফসল উৎপাদনের ক্ষেত্রে প্রয়োজনীয় দিক নির্দেশনা, আধুনিক কলাকৌশল ও প্রযুক্তি মাঠ পর্যায়ে বিস্তার করা;
  • কৃষক প্রশিক্ষণের মাধ্যমে সমন্বিত বালাই ব্যবস্হাপনার বিষয়ে উদ্বদ্ধুকরণ, উপকারী পোকা-মাকড় সংরক্ষণ এবং সর্বপরী বালাইনাশকের ব্যবহার কমানো;
  • সকল প্রকার বালাইনাশকের রেজিষ্ট্রেশন সার্টিফিকেট প্রদান ও নবায়ন সহ সকল ধরণের লাইসেন্স (আমদানী, পাইকারী, রি-প্যাকিং, ফরমুলেশন, বিজ্ঞাপনী ইত্যাদী) প্রদান ও নবায়ন করা;
  • কীটনাশকের মান নিরুপণের প্রক্রিয়া দেখাশোনা এবং এর উৎপাদন, বিক্রয় ও ব্যবহার নিয়ন্ত্রণ করা;
  • কীটনাশক ব্যবহারের পরিবেশগত প্রভাব নিরুপণ ও পরিবীক্ষণ করা এবং পরিবেশ রক্ষার কাজ উন্নয়নের জন্য যথাযথ কার্যক্রম ও নীতিমালার সুপারিশ প্রদান করা;
  • কৃষকদের স্থানীয় চাহিদা অনুযায়ী ব্যবহার ও বিস্তারের জন্য উদ্ভিদ সংরক্ষণ, বালাই ব্যবস্থাপনা ও কিটনাশকের মান সম্পর্কে গবেষণা ও অন্যান্য উৎস থেকে প্রাপ্ত তথ্য সম্প্রসারণ বার্তা ও তথ্য প্যাকেজে রুপান্তরের কাজ তত্ত্বাবধান করা;
  • উদ্ভিদ সংরক্ষণ, বালাই ব্যবস্থাপনা সংক্রান্ত সমস্যার ওপর মাঠ পর্যায় থেকে (জেলা বিশেষজ্ঞগণ ও বিভিন্ন কৃষি কারিগরি কমিটি থেকে) কারিগরি উপদেশের জন্য অনুরোধ আসলে তা গ্রহণ করে সে অনুযায়ী ব্যবস্থা অবলম্বন করা;
  • উদ্ভিদ সংরক্ষণের সাথে সংশ্লিষ্ট বিষয় যেমন, রোগবালাই এর অতন্দ্র জরিপ সম্পর্কিত সকল ধরনের কাজ, প্রতিরোধ ও দমন ব্যবস্থা গ্রহণ, উদ্ভিদ সংরক্ষণ কার্যক্রমে স্থানীয় সংস্থাগুলোকে সনাক্তকরণ, কিটনাশকের উৎপাদন ও সরবরাহ ইত্যাদির জন্য সুনির্দিষ্ট কৃষি নীতিমালা প্রণয়ন করা;
  • কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও গবেষণা প্রতিষ্ঠানসমূহের মধ্যে প্রধান যোগসূত্র হিসেবে কাজ করা, বালাই ব্যবস্থাপনা ও উদ্ভিদ সংরক্ষণের উপায় অনুসন্ধান করা, গবেষণার ফলাফল এবং বর্হিবিশ্ব ও বেসরকারি সংস্থা থেকে বালাই ব্যবস্থাপনার নতুন প্রযুক্তির ওপর তথ্য সংগ্রহ করা।

 

প্রয়োজনীয় তথ্যসমূহঃ

           

            ⇒ টমেটোর পাতা কোকড়ানো রোগের লক্ষণ ও দমন ব্যবস্থাপনা

             ⇒ টমেটোর ফল ছিদ্রকারী পোকার লক্ষণ ও দমন ব্যবস্থাপনা

            ⇒ টমেটোর নাবী ধ্বসা রোগের লক্ষণ ও দমন ব্যবস্থাপনা

            ⇒ পেঁপের মিলিবাগ বা ছাতরা পোকার লক্ষণ ও দমন ব্যবস্থাপনা

            ⇒ ভুট্টার মাজরা পোকার লক্ষণ ও দমন ব্যবস্থাপনা

           ⇒ টমেটোর আগাম ধ্বসা রোগের লক্ষণ ও দমন ব্যবস্থাপনা 

           ⇒ লাউয়ের মাছি পোকার  লক্ষণ ও দমন ব্যবস্থাপনা 

          ⇒ পানের ক্ষত বা পাতার দাগ রোগের  লক্ষণ ও দমন ব্যবস্থাপনা

           ⇒ পানের কান্ড পঁচা রোগ  লক্ষণ ও দমন ব্যবস্থাপনা

           ⇒   কলার বিটল পোকার লক্ষণ ও দমন ব্যবস্থাপনা  

   কাঁঠালের মুচি ঝরা রোগের লক্ষণ ও দমন ব্যবস্থাপনা

  পিয়াজের পার্পল ব্লচ রোগের লক্ষণ ও দমন ব্যবস্থাপনা

  ভূট্টার পাতা ঝলসানো রোগের লক্ষণ ও দমন ব্যবস্থাপনা

  ভূট্টার মোচা পচা রোগের লক্ষণ ও দমন ব্যবস্থাপনা

  বাধাকপির মাথা খেকো লেধা পোকা আক্রমনের লক্ষন ও দমন ব্যবস্থাপনা

  সরিষার পাতা ঝলসানো রোগের লক্ষণ ও দমন ব্যবস্থাপনা

 মসূরের স্টেমফাইলিয়াম রোগের লক্ষণ ও দমন ব্যবস্থাপনা

 মরিচের মাকড় আক্রমনের লক্ষন ও দমন ব্যবস্থাপনা

 সীমের ফল ছিদ্রকারী পোকা আক্রমনের লক্ষন ও দমন ব্যবস্থাপনা

সীমের এ্যানথ্রাকনোজ রোগের লক্ষন ও ব্যবস্থাপনা

 সীমের জাব পোকা আক্রমনের লক্ষন ও দমন ব্যবস্থাপনা

 ইঁদুর উপস্থিতি লক্ষণ ও দমন ব্যবস্থাপনা

 পেয়ারার ছাত্রা পোকা/ মিলিবাগ

⇒ পেয়ারার সাদামাছি/ হোয়াইট ফ্লাই

⇒ লেবুর ক্যাংকার রোগ

⇒ আমের ভোমরা পোকা

⇒ জ্যাসিড পোকা

⇒ সবজির থ্রিপস পোকা

⇒ পানামা  রোগ

কলার সিগাটোকা রোগ

টমেটোর এনথ্রাকনোজ  রোগ

টমেটোর ফল ছিদ্রকারী পোকা

বেগুনের ফল ও কান্ড পঁচা রোগ

 ধানের রোগ ব্যবস্থাপনাঃ পাতা পোড়া, ব্লাস্ট

ধানের পোকা ব্যবস্থাপনাঃ ধানের পাতা মোড়ানো পোকা, বাদামী গাছ ফিড়ং (বিপিএইচ), মাজরা পোকা, চুঙ্গি পোকা, থ্রিপস, গান্ধি পোকা

  ধানের পোকা ব্যবস্থাপনাঃ বাদামী গাছ ফড়িং, মাজরা পোকা, পামড়ি পোকা, গান্ধি পোকা, পাতা মোড়ানো পোকা, সবুজ পাতা ফড়িং

 আলুর রোগ ব্যবস্থাপনাঃ আগাম ধ্বসা রোগ, নাবী ধ্বসা রোগ, বাদামী পঁচা রোগ

  আমের রোগ ও পোকা ব্যবস্থাপনাঃ এনথ্রাকনোজ রোগ, হপার পোকা

  লিচু-র পোকা-মাকড় ব্যবস্থাপনাঃ বীজ ছিদ্রকারী পোকামাকড় 

 আদার কন্দ পঁচা রোগ

 বাংলাদেশে নিবন্ধিত পাবলিক হেলথ বালাইনাশকের তালিকা (তারিখ:১১/০৫/২০১৪)

 বাংলাদেশে কৃষি ক্ষেত্রে ব্যবহূত নিবন্ধিত বালাইনাশকের তালিকা (তারিখ: ২২.০৯.২০২১)

 বাংলাদেশে বাতিলকৃত বালাইনাশকের তালিকা (তারিখ:১১/০৫/২০১৪)

 

 

উদ্ভিদ সংরক্ষন উইং এর সাংগঠনিক কাঠামো