Wellcome to National Portal
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ ফেব্রুয়ারি ২০২১

ক্রপস উইং

ক্রপস উইং দানাদার, ডাল, তৈলবীজ, পাট, আখ, তামাক, পান, বাঁশ ইত্যাদি ফসলের উন্নয়নে কাজ করে। এই উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) এর পক্ষ থকে সংশ্লিষ্ট ফসলের গবেষণা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে গুরুত্বপুর্ণ উন্নত প্রযুক্তি কৃষকদের মাঝে বিতরণের জন্য কাজ করে। উৎপাদন বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন করে কৃষকের আয় বৃদ্ধি করে, ফসলভিত্তিক প্রশিণের মাধ্যমে সুবিধাভোগীদের জন্য সর্বশেষ উৎপাদন প্রযুক্তি সহজলভ্য করে। এই উইং বিভিন্ন ফসল উৎপাদনে সরকারের নীতিমালাকে যেমন, উৎপাদন, ব্যবহার, বাজারজাতকরণ ও  বিতরণ কর্মকাণ্ডকে সহজীকরণ করে। এই উইং একজন পরিচালক দ্বারা পরিচালিত এবং ২ জন অতিরিক্ত পরিচালক, ৪ জন উপ-পরিচালক, একজন প্রধান বালাই ব্যবস্থাপনা বিশেষজ্ঞ এবং ৪ জন অতিরিক্ত উপ-পরিচালক আছেন এবং তাঁকে সকল কার্যক্রমে সহযোগীতা করেন। সংশ্লিষ্ট ফসল উৎপাদনের জন্য মহাপরিচালক মহোদয়কে প্রয়োজনীয় কারিগরি সহযোগীতা প্রদান করে এবং জেলা পর্যায়ে উপ-পরিচালকদের মাধ্যমে বিশেষজ্ঞ কর্মকর্তাদেরকে নির্দেশনা প্রদান করে। মহাপরিচালক এবং সরকারকে শুল্ক এবং অন্যান্য নীতিনিরধারণী বিষয়, যেমন- সংশ্লিষ্ট ফসলের উৎপাদন, ব্যবহার, বিতরণ ও বাজারজাতকরণের কারিগরি পরামর্শ প্রদান করে। এই উইং থেকে সর্বশেষ ফসল উৎপাদন প্রযুক্তি সম্প্রসারণ বার্তায় পরিবর্তণ করে এবং জনশক্তি প্রশিক্ষণে লাগসই নমুনা তৈরি করে এবং মাঠ পর্যায়ে আয় বৃদ্ধির জন্য সহজ ব্যবহারযোগ্য মডেল কর্মসুচি তৈরি করে।

পরিচালক

 

 

 

 

  

প্রধান কার্যাবলী:

  • তথ্য সংগ্রহ ও প্রযুক্তি বিস্তারের জন্য ‘ফসল উৎপাদন কৌশল উন্নয়নের জাতীয় কৃষি কারিগরি সমন্বয় কমিটির (NATCC) এর মাধ্যমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং সংশ্লিষ্ট গবেষণা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান ও অফিসসমূহের মধ্যে ফসলের প্রযুক্তি উন্নয়ন ও কারীগরী লিয়াজো রক্ষার প্রধান সংযোগ কেন্দ্র হিসেবে কাজ করে।
  • দানাদার, তেলজাতীয়, ডালজাতীয় ও অর্থকরী বিভিন্ন ফসলের উৎপাদন সম্পর্কিত সুনির্দিষ্ট কৃষিনীতিসমুহের উন্নয়ন করে থাকে।
  • মহাপরিচালক মহোদয়কে জনবল সহায়তা প্রদান করে এবং পরিচালক সরেজমিনকে বিষয়ভিত্তক সহায়তা প্রদান করে।
  • সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের কাছ থেকে সবোর্চ্চ কাজের মান নিশ্চিত করতে বিশেষজ্ঞদের সাথে ফোকাল পয়েন্ট নিয়োগ করে।
  • নিবিড় শস্য উৎপাদন কর্মসূচি, সম্প্রসারণ পদ্ধতি উন্নয়ন এবং সেগুলো সম্প্রসারণ কার্যক্রমের মাধ্যমে মাঠে খাপখাওয়ানোর কাজ করে।
  • জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট ফসলের প্রয়োজন ও চাহিদা সম্পর্কে পরিকল্পনা ও মনিটর করে সরকারকে সহযোগীতা করে।
  • মাঠ পর্যায়ে বাস্তবায়নের নিমিত্তে কর্মসংস্থানমূলক নমুনা কর্মসুচিসমুহ প্রণয়নের কাজ তত্ত্ববধান করে।
  • বিশেষজ্ঞদের পারদর্শিকতা সুনিশ্চিত করে সংশ্লিষ্ট বিষয় মাঠ পর্যয়ে উন্নয়নের জন্য সহায়তা প্রদান করে।

 

বিশেষ কর্মসূচি/ প্রকল্পসমূহ

১। দেশের ২৯ জেলায় ১ লক্ষ ৫২ হাজার ৬৬৪ জন চাষিকে ৩০ হাজার ৭৯২ টি রিবনার দেয়া হয়েছে।

২। প্রশিক্ষণের মাধ্যমে ১ হজার ১৪০ জন কৃষকের মাধ্যে আখচাষের উন্নত প্রযুক্তি বিস্তার ঘটানো হয়েছে।

 ৩। বাংলাদেশ পাট চাষি সমিতির মাধ্যমে পাট বাজারজাতকরণ কার্যক্রম পরিচালনা।

    

     কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাট চাষিদের ব্লক, উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে পাট চাষি সমিতির মাধ্যমে সংগঠিত করেছে। এক জন পাট চাষি যার ৩৩ শতাংশ জমিতে পাটের আবাদ আছে, তিনি এই সমিতির সাধারণ সদস্য হতে পারবেন। এ সমিতির স্তরগুলো নিম্নরূপ:

  1. খপাচাষ- খণ্ড পাট চাষি সমিতি, ব্লক পর্যায়;
  2. অপাচাষ- অংশ পাট চাষি সমিতি, ইউনিট পর্যায়;
  3. জোপাচাষ- জোনাল পাট চাষি সমিতি, জোন পর্যায়;
  4. বাপাচাষ- বাংলাদেশ পাট চাষি সমিতি, জাতীয় পর্যায়।

 

ক্রপস উইং এর উপাত্য

 

 

ক্রপস উইং এর সাংগঠনিক কাঠামো