Wellcome to National Portal
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ সেপ্টেম্বর ২০২৩

মহাপরিচালক

মহাপরিচালক


কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস ২৯ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ তারিখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে যোগদান করেন। এর পূর্বে তিনি এ অধিদপ্তরের সরেজমিন উইংয়ের পরিচালক পদে কর্মরত ছিলেন।


কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস বিসিএস (কৃষি) ক্যাডারের ১০ম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ১৯৯১ সালের ১১ ডিসেম্বর বিষয়বস্তু কর্মকর্তা হিসেবে শিবচর, মাদারীপুরে কর্মজীবন শুরু করেন। অতঃপর তিনি সিরাজগঞ্জ, রাজশাহী, বরগুনা, খুলনা, সাতক্ষীরা ও যশোর জেলাতে কাজ করেছেন। তিনি কৃষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে চীফ ইন্সট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও মাঠ পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে তিনি কৃষিক্ষেত্রে অসামান্য অবদান রাখেন। দেশের বৈচিত্রময় কৃষি অঞ্চলে কাজের এই অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়ে তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকায় সরেজমিন উইং এ অতিরিক্ত পরিচালক (মনিটরিং) এবং পরে একই উইংয়ের পরিচালক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলার উজানী গ্রামে জনাব নিরঞ্জন বিশ্বাস ও ছবি রানী বিশ্বাসের ঘরে ১৯৬৪ সালের সেপ্টেম্বর মাসে জন্মগ্রহন করেন কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস। তিনি বাশবাড়িয়া উজানী কাশালিয়া উচ্চ বিদ্যালয় থেকে ১৯৭৯ সালে এসএসসি এবং সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ, মাদারীপুর থেকে ১৯৮১ সালে এইচ এস সি পাশ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে ১৯৮৭ সালে বিএসসি কৃষি (সম্মান) এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতত্ব বিষয়ে প্রথম শ্রেনীতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। শিক্ষা জীবনে তিনি উদীচী, খেলাঘর, বিতর্ক সংগঠন সহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডে জড়িত ছিলেন। তিনি একজন দক্ষ সংগঠক। চাকুরি জীবনে তিনি অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসুচিতে অংশগ্রহন করেন।